শিরোনাম
◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ◈ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার স্ত্রীসহ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল 

রিয়াদ হাসান: [২] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৪ মার্চ) চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও যাবেন।

[৩] সেখানের একটি হাসপাতালে চিকিৎসার শিডিউল রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। চিকিৎসা শেষে ১৮ মার্চের দিকে দেশে ফিরতে পারেন বিএনপির এই নেতা।

[৪] বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি তিনি দেশের বাইরে যাবেন। বিস্তারিত কিছু এখনও নিশ্চিত হতে পারিনি।

[৫] প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকায় মির্জা ফখরুলের শারীরিক জটিলতাগুলো বেড়েছে বলে জানা গেছে। কারাগারে থাকার সময় তার প্রায় ছয় কেজি ওজন কমে যায় বলে গণমাধ্যমকে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

[৬] ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পাওয়ার পর শারীরিক চেকআপের জন্য ১৭ ফেব্রুয়ারি শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান মির্জা ফখরুল। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। ইতোমধ্যে তাকে লাঠির সহযোগিতা নিয়ে হাঁটতেও দেখা গেছে।

[৭] এর আগে গত বছরের ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব। এক সপ্তাহ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তারা। সম্পাদনা : কামরুজ্জামান

আরএইচ/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়