শিরোনাম
◈ এবার যে ৩৯ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করল ট্রাম্প ◈ আসন সমঝোতায় টানাপড়েন: সমমনাদের মন রাখতে হিমশিম জামায়াতে ইসলামী! ◈ এই নির্বাচনের কোন প্রয়োজন নেই, বিএনপির সাথে বসে তাদের সব আসন দিয়ে দেয়া হোক: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ খালেদা জিয়া দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত গড়েছিলেন : মির্জা ফখরুল ◈ এবার রাউজানে যুবদল নেতাকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর ◈ ক্রিকেট ইস্যুতে পা‌কিস্তা‌নের পর এবার বাংলাদেশ‌কে নি‌য়ে রাজনৈতিক টানাপোড়েন সৃ‌ষ্টি ক‌রে‌ছে ভারত ◈ নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি ◈ গণভোট ৫ বছর পরপর হবে না, এতে কোনো প্রার্থীও নেই: ড. আলী রীয়াজ ◈ কুয়েত থেকে বের করে দেয়া হয়েছে প্রায় ৪০ হাজার প্রবাসীকে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৫১ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করে হবে আসন ভাগাভাগি: আমু

মনিরুল ইসলাম: জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি নির্ধারিত হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

মঙ্গলবার (ডিসেম্বর ০৫) সন্ধ্যায় ইস্কাটনের বাসায় ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

কবে নাগাদ শরিকদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে এমন প্রশ্নের জবাবে ১৪ দল সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে হয়তো কালকে আলাপ হবে, আলাপ হওয়ার পর একটা পর্যায়ে যেতে পারি। কিছু কনফ্লিক্ট হতে পারে, সেগুলো দেখতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ১৪ দলের মধ্যে কোনো আসনে কনফ্লিক্ট হয় কি না, সেটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকতে পারে। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধেই তো আওয়ামী লীগের প্রার্থী আছে। কার বিরুদ্ধে কে থাকবে, কে থাকবে না। কে উইড্র হবে কে উইড্র হবে না, এগুলো এত তাড়াতাড়ি আলোচনার বিষয় না। আমাদের ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’

আমির হোসেন আমু বলেন, ‘আসন বিন্যাসের ঘোষণা আগে যাবে। কিন্তু মূল সব ব্যাপার আরও অপেক্ষা করতে হবে। তারপর জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হবে। তাদের আসন বিন্যাস হবে। ’

জোটের শরিকরা কত আসন চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনাদের সঙ্গে যে আলোচনা হয়েছে অফ দ্য রেকর্ড, সেটা অফ দ্য রেকর্ডই থাকবে। ’

১৪ দলের মধ্যকার ঐক্য অটুট আছে জানিয়ে জোট সমন্বয়ক বলেন, ‘নির্বাচন আমরা ১৪ দল জোটগতভাবেই করব। সেই সিদ্ধান্ত আমাদের অটুট রয়েছে। সেই ক্ষেত্রে ওনাদের আসনের ব্যাপারে কোথায় কী করা যায়, যেহেতু এবার জিনিসটা একটু কমপ্লিকেটেড, অনেক রকম ব্যাপার-স্যাপার; সেখানে কীভাবে আসন বিন্যাস করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ’

আমির হোসেন আমু বলেন, ‘একসঙ্গে (পরিস্থিতি) সামাল দেওয়া, একসঙ্গে সংগ্রাম করা—এক্ষেত্রে ১৪ দল অনেক পরীক্ষিত। এটা শুধু আসন বিন্যাসের ওপর নির্ভর করে না। আমরা একটা রাজনৈতিক আদর্শিক জোট। এটা ভাগাভাগির জোট না। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়