শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সেভেন সিস্টার্স ও পাকিস্তান নিয়ে কেন চিন্তিত ভারত? ◈ ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এএসআইসহ ৬ জন ◈ কবরস্থানে দুই বালতি ভর্তি ২০ তাজা বোমা উদ্ধার! ◈ সোমবার আসছেন ভারতের পররাষ্ট্র সচিব : হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যসহ যেসব বিষয়ে আলোচনা হতে পারে ◈ মাস্ক পরা অবস্থাতেই চুম্বন, হংকংয়ে বস ও এক ভারতীয়ের বিরুদ্ধে বাংলাদেশি নারীর যৌন নির্যাতনের মামলা ◈ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যা বললেন সারজিস আলম (ভিডিও) ◈ ভারত নয়, এবার পাকিস্তান থেকে আসছে বিপুল পরিমাণে চিনি ◈ প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড প্রতিনিধিদের সাক্ষাৎ ◈ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে দ্বন্দ্বে ভারত, কানাডার সঙ্গে বন্ধুত্বে খড়া, বিভিন্ন দেশে চলছে ইন্ডিয়া আউট আন্দোলন ◈ শুভেন্দু অধিকারী হয় বোকা, নয় মূর্খ, যিনি হঠাৎ করে বাংলাদেশ নিয়ে এমন কাণ্ড ঘটাচ্ছেন!(ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:১৫ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রওশন এরশাদ দয়ার ৩টি সিট নেবেন না, তাই নির্বাচনে যাওয়া হচ্ছে না: গোলাম মসিহ

ফাইল ছবি

মনিরুল ইসলাম: [২] রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ আরও বলেন, সমঝোতার যে কথা চলছিলো তাও সফল হয়নি। জিএম কাদের যে ভাবে ৩ টি সিট দিতে চাচ্ছেন তা দিয়ে তো হবে না। তারা এই ৩ টি সিট দিতে চাইলেও সাদ এরশাদের সিট নিয়েও টালবাহানা করছে।  

[৩] বুধবার বিকাল সাড়ে ৪ টায় আলাপকালে তিনি এ কথা জানান।

[৪] গোলাম মসিহ বলেন, রওশন এরশাদ নির্বাচনে যাচ্ছেন না। রওশন এরশাদ অনুসারী নেতাদের ছাড়া তিনি নির্বাচনে অংশ নেবেন না। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত রয়েছে।

[৫] তিনি বলেন, তাদের প্রায় ১০০ জন মনোনয়নপ্রত্যাশী আছেন। তাদের যদি মূল্যায়ন করা না হয়, তাহলে রওশন এরশাদ নির্বাচনে যাবেন না। কারও দয়া ও দানের ৩ টি আসন নিয়ে রওশন এরশাদ নির্বাচন করবেন না।

[৬] জাপার চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যকার বিরোধ না মেটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গোলাম মসিহ জানান।

[৭] জানা গেছে, বুধবার পর্যন্ত রওশন ও তার ছেলে সাদ এরশাদ দলীয় মনোনয়ন ফরম নেননি। রওশন এরশাদ তার ছেলেসহ কয়েকজন অনুসারীর জন্য সুনির্দিষ্ট কিছু আসনে মনোনয়ন চান। তাতে সম্মত নন জিএম কাদের। এ নিয়ে দুই পক্ষই অনড় অবস্থান নিয়েছে। কেউই ছাড় দিতে নারাজ।

[৮] সূত্র জানায়, এই শক্ত অবস্থানের লক্ষ্য দুটি। এক, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দুই, রওশন এরশাদের মাধ্যমে যাতে কেউ কোনো ধরনের সুবিধা নিতে না পারেন সেটি বন্ধ করা। 

[৯] এদিকে, গত রোববার রাতে রওশন এরশাদের গুলশানের বাসায় জিএম কাদেরসহ একটি বৈঠক হয়। সেখানে সরকারের একজন পদস্থ কর্মকর্তা মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তারপরও দুই নেতার বিরোধের সুরাহা হয়নি।

[১০] রওশন এরশাদ মনোনয়নের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানের বাসায় তাঁর অনুসারীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে রওশন এরশাদ, সাদ এরশাদ, মসিউর রহমান রাঙ্গা, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, মুখপাত্র কাজী মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

[১১] বৈঠক শেষে গোলাম মসীহ ও মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের কাছে বৈঠকের কথা স্বীকার করেন। ২ জনই বলেন, বলেন, তাঁদের যদি মূল্যায়ন করা না হয়, তাহলে রওশন এরশাদ নির্বাচনে যাবেন না। 

[১২] জানা গেছে, রওশন এরশাদের মনোনয়ন ও তাঁর নির্বাচনী আসন নিয়ে কোনো জটিলতা নেই।  জটিলতা রয়েছে সাদ এরশাদকে নিয়ে। কারণ, সাদ রংপুর-৩ আসনে নির্বাচন করতে অনড়।

[১৩] অন্যদিকে, সাদকে জিএম কাদের তার বড় ভাই ভাই প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আসনটি কোনোভাবেই ছেড়ে দিতে রাজি নন। এই আসন থেকে তিনি একবার সংসদ সদস্য হয়েছিলেন। এই আসনের বিকল্প হিসেবে সাদ এরশাদকে ময়মনসিংহ-৭ আসন দিতে রাজী জাপা চেয়ারম্যান। সেখানে জাপার নেতা আবদুল হান্নান সংসদ সদস্য ছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমআই/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়