শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:২৩ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের একতরফা নির্বাচন তাদের জন্য আত্মঘাতী: নুর

শহীদুল ইসলাম: [২] সোমবার (২০ নভেম্বর) পুরানা পল্টন সংলগ্ন আল রাজী কমপ্লেক্সের সামনে সরকারের পদত্যাগ ও একতরফা তফসিলের প্রতিবাদে দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ কথা বলেন। 

[৩] এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মিছিল শেষে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

[৪] সমাবেশে নুরুল হক নুর বলেন, নির্বাচনে যাওয়ার জন্য বিরোধী দলগুলোকে চাপ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেকে ভাগবাটোয়ারার জন্য লাইন দিয়েছে। কাজেই এখন কারা দেশপ্রেমিক, কারা সুবিধাবাদী দালাল- সেটা চেনার সময়।

[৫] তিনি বলেন, সরকারের হাতে এখনো সুযোগ আছে। আমাদের পরিষ্কার দাবি, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। তা নাহলে হরতাল-অবরোধের পর প্রয়োজনে অসহযোগ কর্মসূচি ঘোষণা হবে।

[৬] পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আমরা প্রতিটা দিন হামলা-মামলা উপেক্ষা করে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। অথচ আওয়ামী লীগ লাঠিসোঁটা হাতে উন্নয়ন ও শান্তি সমাবেশ করছে। সরকারের মন্ত্রী-এমপিরাও বলছে, গজারি, লগি-বৈঠা নিয়ে রাস্তার নামার জন্য। 

[৭] আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়