শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত

রিয়াদ হাসান, এম এ হালিম (সাভার): [২] সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সাভারের আমিনবাজারের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। সোমবার আমিনবাজারের চিশতি ফিলিং স্টেশন এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। 

[৩] ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রোববার মধ্যরাতে আওয়ামী সন্ত্রাসীরা মঞ্চ ভেঙেছেন। সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

[৪] এরপর কবে সমাবেশ হবে তা বিকেলে দলীয় কার্যালয়ের বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হবে বলেও জানান তিনি।

[৫] ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক অভিযোগ করে জানান, বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর গত সাত দিন আগে সমাবেশের জন্য আবেদন করা হলে ৪ দিন আগে অনুমতি দেওয়া হয়। কিন্তু রোববার রাত ২টার সময় তাদের জানানো হয় একই স্থানে আওয়ামী লীগের আরেকটি প্রোগ্রাম থাকায় সংঘর্ষের আশঙ্কায় অনুমতি বাতিল করা হয়েছে।

[৬] এদিকে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী জানায়, বিএনপির মঞ্চ ভেঙ্গে দেওয়ার এই অভিযোগটি হাস্যকর। এখানে বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিলো না। তাছাড়া একইস্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দেয়ায় দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশংকা থেকে এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৭] আজ সোমবার বিকেল ৩টায় পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়