শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত

রিয়াদ হাসান, এম এ হালিম (সাভার): [২] সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সাভারের আমিনবাজারের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। সোমবার আমিনবাজারের চিশতি ফিলিং স্টেশন এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। 

[৩] ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রোববার মধ্যরাতে আওয়ামী সন্ত্রাসীরা মঞ্চ ভেঙেছেন। সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

[৪] এরপর কবে সমাবেশ হবে তা বিকেলে দলীয় কার্যালয়ের বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হবে বলেও জানান তিনি।

[৫] ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক অভিযোগ করে জানান, বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর গত সাত দিন আগে সমাবেশের জন্য আবেদন করা হলে ৪ দিন আগে অনুমতি দেওয়া হয়। কিন্তু রোববার রাত ২টার সময় তাদের জানানো হয় একই স্থানে আওয়ামী লীগের আরেকটি প্রোগ্রাম থাকায় সংঘর্ষের আশঙ্কায় অনুমতি বাতিল করা হয়েছে।

[৬] এদিকে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী জানায়, বিএনপির মঞ্চ ভেঙ্গে দেওয়ার এই অভিযোগটি হাস্যকর। এখানে বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিলো না। তাছাড়া একইস্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দেয়ায় দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশংকা থেকে এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৭] আজ সোমবার বিকেল ৩টায় পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়