শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২০ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে: সমমনা জোট

রিয়াদ হাসান: [২] জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ আরো বলেন, খালেদা জিয়া এ দেশে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, দুইবার বিরোধীদলীয় নেত্রী। এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নম্বর নেত্রী। তিনি আজ গুরুতর অসুস্থ। আজকে তার জীবন-মরণ সমস্যা। সরকারকে বলব, অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। এটা আজ সারাদেশের মানুষের দাবি।

[৩] শনিবার (২৩ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী সমমনা জোট সমন্বয়কের অস্থায়ী কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সমমনা জোটের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

[৪] ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বাংলাদেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে তিন মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছিল। তাদের কাছে এখন মনে হয়েছে যে- বাংলাদেশে শেখ হাসিনা সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। এ জন্যই তারা ভিসার বিধিনিষেধ আরোপ শুরু করেছে এবং সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় থাকা অবস্থায়। এতে প্রমাণিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্ব এই সরকারের সাথে নেই।

[৫] সরকারকে অবিলম্বে একদফা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে দাবি মানতে বাধ্য করবে। তখন ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।

[৬] জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক বলেন, যতক্ষণ পর্যন্ত না সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। 

[৭] এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আরো বক্তব্য দেন গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, কেন্দ্রীয় নেতা মো. ফখরুজ্জামান প্রমুখ। পরে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়