রিয়াদ হাসান: [২] গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, এই সরকার আমাদেরকে ভাতে মারবে, পানিতে মারবে, রোগ-শোকে মারবে, পাকিস্তানিরা যেটা করতে পারেনাই এই আওয়ামী লীগ সরকার সেটা করেছে, এরা পাকিস্তানিদের প্রেতাত্মা। এই সরকার আমাদের রক্ত চুষে মারতে চায়, সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত হতে দিব না। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন অনিবার্য করি।
[৩] শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় গণফোরাম চত্বরে চলমান যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফা দাবী আদায়ে গণসমাবেশে এসব কথা বলেন তিনি। গণসমাবেশের আয়োজন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
[৪] সুব্রত চৌধুরী বলেন, আওয়ামী দুঃশাসনের বাজার ব্যবস্থা জনগণের জন্য শুভঙ্করের ফাঁকি। সরকার প্রধান মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে তামাশা করেন। এই তামাশার জবাব জনগণ আওয়ামী সরকারকে দিবে।
[৫] গণসমাবেশের সভাপতির বক্তব্যে বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভিন নাছের খান ভাসানী বলেন, প্রধানমন্ত্রী আপনার বাবা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ছিলেন আপনিও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। সাহস থাকলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, জনগণ উপযুক্ত জবাব দেবে।
[৬] বিশেষ অতিথির বক্তব্যে গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক বলেন, বিচার বিভাগকে ধ্বংস করে ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা আওয়ামী লীগ সরকারের পুরনো খেলা।
[৭] বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আমেরিকা যাবেন না আবার জো বাইডেনের সাথে সেলফি তুলে ভাইরাল করেন, জনগণকে বোঝান জো বাইডেন ম্যানেজ হয়ে গেছেন। জনগণ কি দেখলো? আমেরিকা ভিসা নীতি প্রয়োগ করা শুরু করেছে। অবৈধ সরকারকে শুধু দেশের জনগণ না আন্তর্জাতিক বিশ্বও চায় না। অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আহবান জানান তিনি।
[৮] গণসমাবেশে আরো বক্তব্য রাখেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। সম্পাদনা: তারিক আল বান্না
আরএইচ/টিএবি/এনএইচ