জবি প্রতিনিধি: [২] ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীনসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
[৩] গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন পার্টি অফিসের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
[৪] সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন,গোলাম মাওলা শাহীনকে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রায় আট মাসেরও বেশি সময় ধরে এই ফ্যাসিস্ট সরকার কারাবন্দী করে রেখেছে। সব মামলায় জামিন এবং মহামান্য হাইকোর্ট থেকে নতুন মামলা ও রিমান্ড না দেওয়ার নির্দেশনা থাকা সত্ত্বেও নতুন নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই অন্যায় অবিচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
[৫] তিনি আরও বলেন, কতজনকে আটক করবে? জেলে আর জায়গা হচ্ছে না। আপনারা (সরকার) আজ গোটা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছেন। জাতি এই বন্দীদশা থেকে মুক্তি চায়। জনগণকে মুক্ত করতেই বিএনপির আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে জনতার ঐক্যবদ্ধ চলমান আন্দোলনেই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটবে।
[৬] বিক্ষোভ মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক,সহ -সাংগঠনিক সম্পাদক ও সদস্যবৃন্দসহ জবি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ও কর্মীরা।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :