শাহানুজ্জামান টিটু: [২] কর্মসূচিতে অর্ন্তভুক্ত করা হয়েছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সারা দেশের জেলা এবং মহানগরে প্রতিবাদ সমাবেশ। এছাড়া আগের কর্মসূচির তারিখ পরিবর্তন করে ২৪ সেপ্টেম্বর সারাদেশে ও মহানগরে সমাবেশ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ, ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন ও ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চের তারিখ নির্ধারণ করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আগামীতে সরকারের আচরণের ওপর নির্ভর করে ঠিক করা হবে বিএনপির কর্মসূচি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চলমান আন্দোলনে প্রয়োজন হলে আরও কিছু কর্মসূচি যোগ করা হবে।
[৪] কর্মসূচি: ২২ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ। একই দিনে বাদ জুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারাদেশের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় দোয়া মাহফিল। ২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগে রোডমার্চ। ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সারা দেশের জেলা এবং মহানগরে প্রতিবাদ সমাবেশ। ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার এবং আমিন বাজারে সমাবেশ। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগের রোডমার্চ। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ। ২৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় মহিলা সমাবেশ। ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন। ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোডমার্চ। ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ। ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ ও সমাবেশ। ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন। ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রামে রোডমার্চ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এসটি/এসবি/একে