শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট পুড়িয়ে দেশের নাগরিকত্ব বর্জনের ঘোষণা দিলেন আদম তমিজী হক (ভিডিও)

আমিনুল ইসলাম: [২] শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদম তমিজী হকের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, তিনি নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন। সেই ভিডিওতে তিনি বলছেন, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যে কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই। কারণ  আমি এই চুরি বাটপারি কিচ্ছু করতে পারি না। 

[৩] তিনি আরো বলেন, আমাদের ফ্যামিলির যদি কিছু হয়, আপনারা কাইন্ডলি বুঝবেন যে কারা করছে। আর আমি এই কথা বলে রাখবো আওয়ামী লীগের মতো একটি নিকৃষ্ট দলকে ভোট দিবে না। বাইবাই বাংলাদেশ। আপনারা অনেক সুখে থাকবেন, আওয়ামী লীগ নিয়ে অনেক সুখে থাকবেন। বাই বাই। আস সালামু আলাইকুম। এই দেশের জন্য আমি প্রযোজ্য নাগরিক না।  আমি বৃটিশ, আই বর্ন ইন ইংল্যান্ড, আই রিটার্ন মাই কান্ট্রি। আই হেইট দিস কান্ট্রি,  আই হেইট পিপলস অব দিস কান্ট্রি। 

[৪] এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে দলীয় শৃঙ্খলা বিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার ঘটনায় রোববার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির বাসায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তামিজী হককে বহিষ্কারের বিষয়ে মত দেন মহানগরের নেতারা।

[৫]  বৈঠকের বিষয় জানতে চাইলে এস এম মান্নান কচি বলেন, আমার বাসায় বৈঠকে বসেছিলাম। সাংগঠনিক বিষয়ে আলাপ-আলোচনা করেছি। আলোচনায় তমিজী হকের বিষয়টিও ছিল। সে পাসপোর্ট পুড়িয়ে রাষ্ট্রবিরোধী কাজ করেছে। এটার অপমান করলে অবশ্যই দেশকে অপমান করা হয়।  বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা মহানগর নেতারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য মতামত দিয়েছি।  সোমবার কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি দিবো। কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিলে আমরা তাকে বহিস্কার করবো। 

[৬] এর আগে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখলের অভিযোগ তুলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন ও লাইভে আসেন তমিজী হক। হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা আদম তমিজী হকের ফেসবুক স্ট্যাটাস ও লাইভ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এআই/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়