মুরাদ হাসান: [২] নুর ১৩৫ ভোট এবং রাশেদ ১০৯ ভোট পেয়েছেন। দলের নেতৃত্ব নির্বাচনের এ ভোটে ৮৫ শতাংশ ভোট পড়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
[৩] তবে নির্বাচিত হতে পারেননি শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া রেজা কিবরিয়াপন্থী হাসান আল মামুন।
[৪] গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হকের অনুসারীদের ঘোষিত এই কাউন্সিলে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আহ্বায়ক রেজা কিবরিয়ার সমর্থকরা। কিন্তু শেষ সময়ে রেজা কিবরিয়ার ঘোষিত সদস্য সচিব হাসান আল মামুন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
[৫] নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।
[৬ ]সোমবার রাজধানীর পুরানা পল্টনে ফকিরাপুলের প্রীতম জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১টায় কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। রাত ১০টা ১৫ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
[৭] নির্বাচনে নুরের পক্ষে ভোট পড়েছে ১৩৫টি। আর রাশেদের পক্ষে পড়েছে ১০৯টি ভোট।
[৮] এছাড়া উচ্চ পরিষদের আটটি পদে প্রার্থী ছিলেন ১৮ জন। নির্বাচিত আটজন হলেন- আবু হানিফ, শহীদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম, শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, জসিম উদ্দিন আকাশ, হানিফ খান সজীব ও সরকার নুরে এরশাদ সিদ্দিকী।
[৯] বিজয়ী বাকি সদস্যরা হলেন- শাকিলউজ্জামান, হানিফ খান সজিব,শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।