নিজস্ব প্রতিবেদক: ‘জামায়াতে ইসলাম শান্তিপূর্ণ মিটিং বা সমাবেশ করলে বলবে গোপন বৈঠক। মিছিল করলে বলবে অনুমতি নেয়নি। আর অনুমতি নিতে গেলে গেইট থেকেই গ্রেপ্তার করবে। এটি কোন সভ্য রাষ্ট্রের পরিচয়ের মধ্যে পড়ে না।’
মঙ্গলবার জামায়াতের মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বক্তব্য নিয়ে টুইটারে এমন স্ট্যাটাস দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। একই রকম বক্তব্য রেখেছেন জামায়াতের আরো কয়েকজন নেতা তাদের মধ্যে অনেকেই বলেছেন, জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে বাঁধা দিয়ে প্রথম নিষেধাজ্ঞার শিকার হচ্ছে বাংলাদেশের পুলিশ।
উল্লেখ্য, আগামী ৫ জুন রাজধানীতে সমাবেশের অনুমতি নিতে ৫ জামায়াত নেতা ডিএমপি কার্যালয়ে গেলে তাদের গেটে আটক করা হয়। অনেকক্ষণ পুলিশের গাড়িতে বসিয়ে রাখার পর তাদের ছেড়ে দেয়া হয়। তবে তাদের আবেদনটি জমা রাখা হয়। পর্যন্ত জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মুক্তিযোদ্ধা ঈদ পুর্নমিলনির অনুষ্ঠানের বক্তব্যে বলেন, জামায়াত কোন নিবন্ধিত দল নয়। সুতরাং তাদের মিছিল বা সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতি নিতে হবে। সম্পাদনা: তারিক আল বান্না
বিডি/জেএ