রিয়াদ হাসান: দীর্ঘদিনেও ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ছাত্রদলের থানা ও কলেজ শাখার কমিটি না হওয়ায় তোপের মুখে পড়েন মহানগর উত্তরের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলও তোপের মুখে পড়েন।
শনিবার (২৭ মে) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সূত্র: কালবেলা, জাগোনিউজ২৪.কম
উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের অফিসে যান। ওই সময় সেখানে উল্লিখিত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
এ সময় অবিলম্বে কমিটি গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। একপর্যায়ে রোববারের (২৮ মে) মধ্যে কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে মর্মে আশ্বস্ত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে যান।
এ বিষয়ে রুয়েল জানান, তার শাখায় ১৮টি থানা ও ৬টি কলেজ ইউনিট রয়েছে। এসব ইউনিটে কমিটি গঠনের দাবিতে তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববারের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
আরএইচ/এসএ