শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১১:০৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৩, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

‘বিএনপি নেতাকর্মীদের জন্য বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই’

নাহিদ হাসান: শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সূত্র; কালবেলা, বিডিনিউজ২৪ 

তিনি বলেন, আমরা তো শেখ হাসিনার আমলে আছি। এই আমলে বাড়ি আর কারাগারের মধ্যে কোনো পার্থক্য নেই। পুলিশ রাতে বাড়িতে অভিযান চালাচ্ছে, নির্বিঘ্নে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। বিএনপির নেতাকর্মীরা সবসময় পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। মুক্ত পরিবেশে বাইরে থাকলেও আমরা চার দেয়ালের মধ্যে কারাগারেই বন্দি রয়েছি। সূত্র; কালবেলা

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সমালোচনা করে রিজভী বলেন, আলোর গতির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সরকার একের পর এক দেশ ভিজিট করছে, দেশে ফিরে এসে তিনি উন্নয়নের গল্প শোনাচ্ছেন। ৯০০ টাকায় গরুর মাংস খেতে হচ্ছে, চিনি তো পাওয়াই যাচ্ছে না। চিনির যে অবস্থা বাংলাদেশে চিনি বিদেশিনী গানের মতো হয়ে গেছে। সরকার উন্নয়নের নামে দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে।

তিনি বলেন, দেশের মানুষ আধপেটা খেয়ে থাকছে, তারা দিনে দিনে খর্বকায় বামনে পরিণত হচ্ছে। আর অন্যদিকে সরকার প্রধান কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে গিয়ে উন্নয়ন, পদ্মা সেতু আর উড়াল সড়কের গল্প শোনাচ্ছেন।

দলের নেতাকর্মীদের আটক ও ভয় দেখানোর প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা এদেশেরই মানুষ। কিন্তু আপনারা একটি দলের তল্পিবাহক হিসেবে কাজ করছেন। এসব কিন্তু আমরা ভুলে যাব না।

গাজীপুরের নির্বাচন নিয়ে রিজভী বলেন, ৫৪ শতাংশ ভোটার কেন্দ্রে যায়নি। সুষ্ঠু নির্বাচনের নামে সরকার নির্বাচনের টোপ দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা গায়ের জোরে তার প্রশাসন দিয়ে এখনো ক্ষমতায় রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে নয়, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের হাতেই নির্বাচন সুষ্ঠু হবে। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না বলেই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় না। সূত্র; কালবেলা

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় নেতা জাহানারা সিদ্দিকী, সাবিরা নাজমুল মুন্নী, জেলা বিএনপির মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ মুসা, আব্দুস সালাম আজাদ, সাবেরুল হক সাবু প্রমুখ। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

এনএইচ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়