শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:০০ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন মানবাধিকার প্রতিবেদনে সত্যতা থাকলেও তা উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক: ড. ইমতিয়াজ

মাজহার মিচেল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মার্কিন মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়ায় বলেছেন, এটি আমাদের দেশের অভ্যন্তরে সকল রাজনৈতিক দলের মধ্যে আরও অস্থিরতা ও বিভাজনের সৃষ্টি করবে। শুধু তাই নয়, দেশের গণতন্ত্রের উপর ব্যাপক প্রভাব ফেলবে। মঙ্গলবার আমাদের নতুন সময়কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ প্রতিবেদন আমেরিকা স্বার্থ সিদ্ধির লক্ষ্যে করেছে। আমাদের দেশ বিভিন্ন সময় বিভিন্ন খারাপ সময় অতিবাহিত করেছে, তখন আমেরিকার ঐ সংস্থা কোথায় ছিলো?

সেইসাথে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদরদের গণহত্যার ব্যাপারে তাদের (আমেরিকার) অনীহার কথা উল্লেখ করে বলেন তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝেননা, সুতরাং, তাদের প্রতিবেদন নিয়ে আমাদের মাতামাতি না করাই ভাল। এ ধরনের প্রতিবেদনকে আমলে না নিয়ে দেশের সংকট নিজেদেরকেই সমাধান করার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইমতিয়াজ বলেন, সংকট নিয়ে যখন অন্যদেশ বা রাজনীতি নিয়ে যখন কেউ কথা বলবে তখন সেটি নিয়ে বুঝতে হবে এতে অবশ্যই কোন গভীর উদ্দেশ্য রয়েছে। এছাড়াও তিনি প্রধান দুটি রাজনৈতিক দলকে একে অপরের উপর বিশ্বাসের ওপর জোর দেয়ারও আহ্বান জানান। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়