সালেহ্ বিপ্লব: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা সোমবার রাতে অনুষ্ঠিত। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের শিলং-এ অবস্থানরত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও ভার্চুয়ালি এতে অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ভারতের কারাগারে বন্দি থাকার কারণে সালাহউদ্দিন আহমেদের পক্ষে ভার্চুয়ালিও দলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ ছিলো না। আদালত তাকে বেকসুর খালাস দেওয়ায় এখন তিনি ফোনে ও ভার্চুয়ালি দেশে যোগাযোগ করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তিনি সম্প্রতি বেশ কটি সভায় অংশ নিয়েছেন বলে আমরা জানি। তবে অফিসিয়ালি এবার বিষয়টি জানানো হলো।
এসবি/এসবি২
আপনার মতামত লিখুন :