এম এম লিংকন: আজ রোববার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ দিন। শনিবার পর্যন্ত কেউ মনোনয়নপত্র তোলেননি। আজ বিকেল ৪ টার মধ্যে কমিশনে মনোনয়নপত্র দাখিল করতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।
সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে ফরম তুলে জমা দিতে বলবেন তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তিনি।
আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই পদে যোগ্য আগ্রহী প্রার্থীদের ফরম নিতে হবে, প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব