নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার বিষয়ে আমরা একমত হয়েছি। বর্তমান সরকারের পতনের জন্য জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনকে আরও বেগবান করা হবে। রোববার ( ২৯ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমরা চলমান আন্দোলন ও দেশের রাজনীতির বর্তমান প্রেক্ষিত নিয়ে আলোচনা করেছি। আন্দোলনকে বেগবান করার জন্য ভবিষ্যতের কর্মসূচি কি হওয়া উচিত কি ধরনের কর্মসূচি দেওয়া যেতে পারে সে বিষয়গুলো নিয়ে কথা বলেছি।
তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সারাদেশে যে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা সেই মামলা প্রত্যাহারের দাবিতে যারা কারাবন্দি আছেন তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি।
মির্জা ফখরুল বলেন, যে ১০ দফা দাবি দিয়েছি সেই দাবি আদায়ের জন্য আন্দোলনে যারা আছেন তাদের সঙ্গে রুটিন মতবিনিময় করছি, তার অংশ হিসেবে গত পরশু গণতন্ত্র মঞ্চের সঙ্গে বসেছিলাম। আজকে কথা বলেছি ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে। এর পরে আরও একটি জোট আছে, সেই জোটের সঙ্গে বসবো। অন্যান্য দলের সঙ্গেও বসবো।
এ সময় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার বলেন, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মাদ ইবরাহিম বীর প্রতীক, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, ক্বারী আবু তাহের, মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, মাওলানা আব্দুল করিম, অ্যাডভোকেট আবুল কাশেম ও মো. তফাজ্জল হোসেন।
এছাড়া বিএনপির লিয়াঁজো কমিটির নেতা নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মোহাম্মাদ শাহজাহান আব্দুল আউয়াল মিন্টুও উপস্থিত ছিলেন।
এমএল/এএ