শিরোনাম
◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন ◈ হাইকোর্টের আদেশে ধাক্কা, আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না ◈ ভার‌তের বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে 'গণপিটুনি' দিয়ে হত্যা করা হলো

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : সাদেক আলী

দুই জেলায় কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী কৃষকদল প্রতিকী ছবি

শাখাওয়াত মুকুল: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দুই জেলায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার কৃষকদলের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া জেলা শাখার আংশিক আহবায়ক কমিটি এবং রাঙ্গামাটি জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে মোঃ আরিফুর রহমান সুমনকে আহবায়ক এবং অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া, মোঃ আমজাদ হোসেন বিদ্যুতকে সিনিয়র যুগ্ম আহবায়ক, হারুন অর রশীদ যুগ্ম আহবায়ক ও  মোঃ হেলাল উদ্দিন সুমনকে ও সদস্য করে এই ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। 

এদিকে, রাঙ্গামাটি জেলায় অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে সভাপতি এবং রবিউল হোসেন বাবলুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিনক ও সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান। 

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল দুই জেলার এই কমিটি অনুমোদন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়