শিরোনাম
◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, সময়সীমা বিকেল সাড়ে ৪টা ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির ◈ বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: সিভিল সার্ভিস সংস্কারের বহু উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ◈ শেখ হাসিনা যা বলেননি, কোন দুঃখও প্রকাশ করেননি! ◈ কান্না থামছে না ভাইরাল কাকলি ফার্নিচারের মালিকের, কেন দেউলিয়া হলেন? ◈ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের প্রতিপক্ষ কারা, জিতার সম্ভাবনা কতটুকু? ◈ ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ র‍্যাম্প (ভিডিও) ◈ এবার ভারতকে যে বড় দুঃসংবাদ দিলো ইউরোপীয় ইউনিয়ন ◈ ১২ ফেব্রুয়া‌রির নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? ◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৪ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৪ রাত

প্রতিবেদক : সাদেক আলী

শাহ মোয়াজ্জেম ছিলেন ইতিহাসের অংশ: ড. মোশাররফ 

শাহ মোয়াজ্জেম হোসেনের জন্য দোয়া মাহফিল

শাখাওয়াত মুকুল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বরেছেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের ইতিহাসের অংশ ছিলেন।  শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের বাসভবনে কুলখানি অনুষ্ঠানে তিনি কথা বলেন। 

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির এক কিংবদন্তি ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যু একটি ইতিহাসের সমাপ্তি হলো।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এহসানুল হক মিলন। 

এ ছাড়া উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপি (একাংশ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

এছাড়া- জাতীয় পার্টি-জাপা সাবেক অতিরিক্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন, জাপা প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, উপস্থিত ছিলেন। 

শাহ মোয়াজ্জেম হোসেন গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়