শিরোনাম
◈ নির্বাচনের কারণে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল বাংলাদেশ ◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩০ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুলুর উপর হামলার ঘটনায় কুমিল্লার আদালতে মামলা

শাহাজাদা এমরান, কুমিল্লা : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকীসহ নেতাকর্মীদের উপর গত ১৭ সেপ্টেম্বর শনিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার ৬নং আমলী আদালতে ১৭জন নামীয় ও অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন দৈনিক দিনকালের লাকসাম উপজেলা প্রতিনিধি মনির হোসেন।

বিষয়টি আমলে নিয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের ৬নং আমলী আদালতের বিচারক আবু বকর সিদ্দিক পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এড. কাইমুল হক রিংকু এ কথা নিশ্চিত করেছেন।

মামলার বিবরনে জানা যায় , গত ১৭ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সস্ত্রীক তার নোয়াখালীর সোনামুড়া বাসা থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে বিকাল ৫টার সময় আসলে তার গাড়ির চাকার হাওয়া শেষ হয়ে যায়।

এ সময় গাড়ির চালক হাওয়া নিতে গেলে বিএনপি নেতা বুলু, তার স্ত্রী ও তার সাথে আসা নেতাকর্মীরা রেস্টুরেন্টে চা খেতে যায়। এ সময় স্থানীয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাদের উপর সন্ত্রাসী হামলা করে।

এ সময় বিএনপি নেতা বুলু, তার স্ত্রী , মনোহরগঞ্জের স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দলের ৭/৮ জন মারাত্মক আহত হয়। বরকত উল্লাহ বুলুর মাথায় ১৮টি সিলি দেওয়া হয় এবং এখনো সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার স্ত্রীকে জিআই পাইপ  দিয়ে সারা শরীরে বেধরক পিটানো হয় এবং অন্য নেতাকর্মীদেরকেও দেশীয় অস্ত্র দিয়ে মেরে রক্তাত্ব করা হয়।

মামলায় এজাহার নামীয় আসামীরা হলেন, মো. সাফায়েত হোসেন, আতাউর রহমান শিপন, বাবু, রুবেল হোসেন, তাজুল ইসলাম, মো. সাজু আহাম্মদ, সাইফুল ইসলাম, হুমায়ুন কবীর, মাজহারুল ইসলাম, মো. রাকিব, মানিক মিয়া, ইমন হোসেন, জহিরুল ইসলাম, বিজয়, ওমর ফারুক, মাসুদ পারভেজ ও সেলিম।

তাদের প্রত্যোকের বাড়িই মনোহরগঞ্জ উপজেলায়। মামলার বাদী পক্ষের আইনজীবী এড. কাইমুল হক রিংকু বলেন, আদালত আমাদের মামলার মেরিট বিবেচনা করে পিবিআইকে মামলার তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়