শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ১১:৫৪ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রক্তের বিনিময়ে প্রাপ্ত ভোটাধিকার সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ : হাবিবুর রশিদ

মনিরুল ইসলাম : ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এলাকার সন্তান হিসেবে তিনি সকল ভোটারদের স্নেহ ও ভালোবাসা পেয়েছেন। তিনি জনগণকে স্মরণ করিয়েছেন যে, রক্তের বিনিময়ে প্রাপ্ত ভোটাধিকার সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং সেই ভোটের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও এ নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন,আমি এলাকার সন্তান, সেই হিসাবে এলাকার সবাই আমাকে স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। তাই আপনাদের বলছি আমরা অনেক রক্তের বিনিময়ে  এই ভোটের অধিকার ফিরে পেয়েছি। সবাই যেন কেন্দ্রে যায়, তার অধিকারকে সে জানে, বাস্তবায়ন করে। এই যে রক্তের বিনিময়ে আমরা এই ভোটকে পেয়েছি, সেই ভোট দিয়ে জনপ্রতিনিধিদের কাছে যেন তাদের জবাবদিহিতার মধ্যে আসতে পারে, সেই ব্যবস্থা করতে সবাইকে আমরা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সহযোদ্ধারা যারা এত রক্তের বিনিময়ে ভোট প্রতিষ্ঠিত করেছেন, তাদের প্রতি আমরা সেই শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, “আমরা মনে করি অনেকেই এই ভোটকে নষ্ট করার চেষ্টা করতে পারে, ভোটকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করতে পারে। এখন পর্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো বড় সমস্যা দেখা যায়নি। আমরা চাই সবাই একসাথে মিলে নিরাপদ ভাবে ভোট কেন্দ্রে পৌঁছাক। বাংলাদেশের সব জনসাধারণ এবং এলাকার ভোটারদের নিরাপত্তা ইনশাআল্লাহ এখন পর্যন্ত নিশ্চিত আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে ১২ তারিখে ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারব, এবং ভোটাররা তাদের ভোটের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের পথে এগিয়ে আনবেন।

হাবিবুর রশিদ হাবিব আরও যোগ করেন, “ভোটাররা বিভিন্ন সমস্যার কথা বলছে, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এবং মতামতের আলোকে এলাকার উন্নয়নের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়