ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে আসন ভাগাভাগির তথ্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষণায় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭টি আসনে লড়বে। এছাড়াও এবি পার্টি ৩, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানান তিনি।
সংবাদ সম্মনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনী জোটের অন্যতম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মলনে উপস্থিত ছিল না। জোটে ভাঙন হচ্ছে কি-না এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে জামায়াত আমির বলেন, ‘আমরা যখন সূচনা করি, আমাদের সঙ্গে আরেকটি দল (ইসলামী আন্দোলন) ছিল। তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করি তারা আমাদের সঙ্গে থাকবেন।’