শিরোনাম
◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে?

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি

মনিরুল ইসলাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে প্রার্থী ও প্রতীকের বিন্যাসে ‘কৌশলগত পক্ষপাত’ রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়াসহ দলের অন্যান্য নেতারা।

নজরুল ইসলাম খান বলেন, পোস্টাল ব্যালটে পাঁচটি কলাম ও ১৪টি সারির বিন্যাস এমনভাবে করা হয়েছে, যাতে তিনটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে অবস্থান করছে। অথচ বিএনপির প্রতীক মাঝামাঝি স্থানে এমনভাবে রাখা হয়েছে, যা কাগজ ভাঁজ করলে সহজে চোখে পড়ে না। তিনি বলেন, “এটি ঘটনাক্রমে হয়নি, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে।”

তিনি আরও বলেন, কলাম বা সারির সংখ্যা সামান্য পরিবর্তন করলেই এই পরিস্থিতি এড়ানো যেত। কমিশনের কর্মকর্তারা বিষয়টি বর্ণানুক্রমিক বলে ব্যাখ্যা দিলেও বিএনপির ধারণা, ভেতরে যারা কাজটি করেছে তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই করেছে।

বিএনপি নেতা জানান, দেশে যেসব পোস্টাল ব্যালট এখনো বিতরণ হয়নি, সেগুলোর ক্ষেত্রে এই ধরনের বিন্যাস সংশোধনের অনুরোধ জানানো হয়েছে।

এ সময় বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণে অনিয়মের অভিযোগও তোলে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা সেখানে একাধিক ব্যালট পেপার হ্যান্ডেল করছে—এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে—ভোটে কারচুপির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার আইডি ব্লক করা হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যারা নির্বাচন বিঘ্নিত করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে বিএনপি

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সংস্কারের পক্ষে এবং গণভোটে দলটি ‘হ্যাঁ’ পক্ষে অবস্থান নেবে। তিনি বলেন, বিএনপিই প্রথম সংস্কারের দাবি তুলেছিল।

এ সময় তিনি জানান, ভবিষ্যতে কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তিনি বলেন, নাগরিকত্ব ত্যাগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনের জন্য যোগ্য হবেন।

কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। একই কারণে বাতিল হওয়া প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ থাকা দরকার।

নজরুল ইসলাম খান আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে দলের চেয়ারম্যানের উত্তরবঙ্গ সফর বাতিল করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক সফর ছিল না, তবে নির্বাচন কমিশনের অনুরোধে সফর স্থগিত রাখা হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে প্রত্যন্ত এলাকায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও বড় শহরে অন্য দলের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন তৎপর নয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ সুপার নিয়োগ ও বদলি লটারির মাধ্যমে হয়েছে। এতে বিএনপির কোনো ভূমিকা নেই। এ বিষয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলা রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়