আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২৮ ডিসেম্বর) জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘোষণার আগেই এনসিপি থেকে পদত্যাগ করেন শীর্ষস্থানীয় দুই নেত্রী ডা. তাসনিম জারা ও তাজনূভা জাবীন। গুঞ্জন ছিল, দলের আরও কিছু নেত্রী পদত্যাগের।
জোটবদ্ধ হওয়ার ঘোষণা আসতেই পদত্যাগের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। জামায়াতের সঙ্গে জোটে তারা আপত্তির কথা জানালেও, পদত্যাগ করছেন না বলে নিজেদের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তারা।
পদত্যাগের বিষয়ে সামান্তা শারমিন বলেন, ‘আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সকল বয়ান সাবস্ক্রাইব করি। কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল।’
এ বিষয়ে মনিরা শারমিন বলেছেন, ‘আমি দল থেকে পদত্যাগ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। এনসিপি কারও একার সম্পত্তি না। এনসিপি যতখানি শীর্ষ নেতৃত্বের, তার থেকে অনেক বেশি আমার। আজ পর্যন্ত এমন কিছু বলি নাই বা করি নাই যাতে আমার দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চাই না, ক্ষমতায় যেতে চাই না।’