শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন”

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট ও অনুমোদন পেয়েছে তারেক রহমানের আদরের সেই পোষা বিড়াল 'জিবু'

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।‌ ফলে তিনি দেশে ফিরলে তাঁর সাথে আদরের সেই পোষা বিড়ালটিকে নিয়ে আসবেন কি-না তা নিয়ে জল্পনা ছড়াই নেটিজেনদের মাঝে।

এরইমধ্যে তারেক রহমানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেশে আসার জন্য পাসপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে আলোচিত সেই বিলাতি বিড়ালটি। যা থেকে সহজেই বোঝা যাচ্ছে, সপরিবারেই দেশে ফিরছেন তারেক রহমান। আর সঙ্গে নিয়ে আসছেন আদরের বিড়াল জিবুকেও।

বিভিন্ন সময় তারেক রহমানের বিড়ালের সাথে খুনসুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যস্ততার মাঝেও বিড়ালের প্রতি ভালোবাসা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে‌ন তিনি। বিভিন্ন সময় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পছন্দের প্রাণীর সাথে অসাধারণ মুহূর্ত কাটানোর কিছু ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। পশুর প্রতি ভালোবাসার এমন দৃশ্য মানুষের মনোযোগ কাড়ে। ফলে দলীয় নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে বেশ পরিচিত ও আলোচিত হয়ে ওঠে বিড়ালটি।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর পোষা বিড়াল এবং প্রাণীপ্রেমের বিষয়ে কথা বলেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ালসহ তাঁর ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গে তিনি হেসে বলেছিলেন যে, বিড়ালটি আসলে তাঁর মেয়ের বিড়াল। তবে, এখন এটি পরিবারের সবারই হয়ে গেছে এবং সবাই তাকে খুব আদর করেন।বিড়ালটির নাম তিনি জিবু বলেও উল্লেখ করেছিলেন।

ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি মনে করেন যে, আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন, তাই তাঁর সৃষ্টি প্রাণী ও প্রকৃতি সবকিছুর প্রতি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন যে, প্রকৃতি এবং এর ভারসাম্য না থাকলে মানুষের বেঁচে থাকা কষ্টকর। সূত্র: ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়