মনিরুল ইসলাম : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , ঐক্যমত্য কমিশন সংস্কারে ঐক্যমত্যের নামে অনৈক্য সৃষ্টি করে নির্বাচনের পথে জটিলতা করছে । একটি বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীর গুপ্ত রাজনীতির সুপ্ত প্রতিভা বিকাশে অন্তর্বর্তী সরকার সহায়তা করতে পরে না ।
তিনি আজ সোমবার বিকেলে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে নির্বাচনী গণ সংযোগ শেষে পথ সভায় বক্তব্য রাখছিলেন ।
পথ সভায় তিনি বলেন , কোনও রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করতে পরে না । সরকার নিজেদের কর্মকাণ্ডে নিরপেক্ষতা না রাখলে জনগণ ভিন্ন দাবী তুলতে পারে । তিনি বলেন , যারা এককভাবে নির্বাচন করে ২ টি আসনের বেশী আসন পায় নাই , বা একটি আসনও না পেয়ে জামানত খুইয়েছে , তাদের মতামতকে প্রধান্য দিয়ে চার বার সরকার গঠন করা দলের মতামতকে অবজ্ঞা বা উপেক্ষা করে জনবিক্ষোভের মুখে পড়া সরকারের উচিৎ হবে না । তিনি বলেন , পনেরো বছর নির্বাচনে ভোট দিতে না পেরে জনগণ ফ্যসিবাদী আওয়ামী সরকারের পতন ও পালায়নের পর নিরপেক্ষ নির্বাচনের জন্য আশায় বুক বেঁধেছিল । কিন্তু সরকার সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপণ করেছে । আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে গেছে । অর্থনীতি লন্ডভন্ড । নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে সরকার ব্যার্থ হয়েছে । কৃষক ধানসহ কৃষিপন্যের দাম না পেয়ে সর্বশান্ত । বিনিয়োগ নাই । ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে । বেকারত্ব বাড়ছে । একমাত্র পথ জণগনের নির্বাচিত রাজনৈতিক সরকার
এমন পরিস্থিতি থেকে উত্তরন ঘটাতে পরে । এজন্যই বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলো। কিন্তু সকারের চাওয়ার সাথে সমন্বয় করে ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচনে বিএনপি রাজি হয়েছে । এখন বিভিন্ন অজুহাতে নির্বাচন পেছালে বিএনপি ঘরে বসে থাকবে না । ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে যথা সময়ে তফসীল ঘোষিত না হলে পরবর্তী দায় সরকারকেই বহন করতে হবে । তিনি নির্বাচনের জন্য জনগণকে প্রস্তুত হবার আহবান জানিয়ে আশা প্রকাশ করেন , সরকার পরিস্থিতি অনুকূলে রাখতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে । নিজে থেকে কোনও অবাস্তব বা ঐক্যমত্য হয় নাই এমন সংস্কার চাপিয়ে না দিয়ে জনগণের নির্বাচিত সংসদের ওপর তা ছেড়ে দেয়াই যুক্তিযুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন । তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন , বিএনপি জনগণের কাছে দেয়া সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে ।
পথ সভার আগে তিনি ঘোষগাঁও বাজারে গণ সংযোগ করেন এবং তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যত কর্মসূচী সম্বলিত প্রচার পত্র জনগণের কাছে বিতরণ করেন ।
এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস , আবদুল মমিন শাহীন , ঘোষগাঁও ইউনিয়ণ বিএনপির আহবায়ক শাহজাহান মেম্বার ,সদস্য সচিব আবদুল মতিন , জেল যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি উপস্থিত ছিলেন ।
এছাড়াও আজ ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত তিনি হালুয়াঘাটের ধারা গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেন ।
আজ সকালে ধোবাউড়া ও হালুয়াঘাট ট্রাইবাল এসোসিয়েশনের নেতৃবৃন্দ এমরান সালেহ প্রিন্সের সাথে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থন জানান ।