শিরোনাম
◈ ফিলিস্তিনির স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আরো জোরালো হচ্ছে  ◈ নারী বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রওনা হ‌লো বাংলাদেশ দল ◈ এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে পরপর দুইদিনে ২ ম্যাচ নিয়ে টাইগার কোচ সিমন্সের অসন্তোষ প্রকাশ ◈ কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ ◈ সরকারের গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা ◈ আন্তর্জাতিক বাণিজ্য সহজে নতুন উদ্যোগ: সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ◈ মেঝেতে ছেলে-মেয়ের লাশ, বিছানায় মায়ের ◈ এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই: সারজিস আলম ◈ নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনায় প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল ◈ আখতারকে নিরাপত্তা দিতে ব্যর্থ দায়ী কর্মকর্তাদের শাস্তি চায় এনসিপি: সংবাদ সম্মেলনে নাহিদ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম লেখেন, ‘ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তারমানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।’

‘যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোন প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?’

তিনি লেখেন, ‘সব ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই।’

সারজিস হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘না হলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব।’

এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’

সচিব আরও বলেন, ‘এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে। নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়