শিরোনাম
◈ নির্বাচনকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি করছে কয়েকটি পক্ষ: সালাহউদ্দিন আহমেদ ◈ মুরগির মাংস-ডিমে সিসা-ক্রোমিয়ামসহ ভারী ধাতুর উপস্থিতি: বিএফএসএ গবেষণা ◈ কাকরাইলে জাপা ও গণঅধিকার নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি ◈ ডলারের বিপরীতে টাকার মান কমেছে বেশি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরতেই হচ্ছে পেতংতার্নকে: আদালতের রায় ◈ দুই দশক পর আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট ‌সি‌রিজ খেলবে বাংলাদেশ! ◈ এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু ◈ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে’ ◈ কুমিল্লায়  দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল: “মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন”

মনিরুল ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবেই। এর বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “অনেকে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিদেশ থেকেও এমন প্রচেষ্টা চালানো হচ্ছে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও যাননি। এখনো অনেক ষড়যন্ত্র আছে। ভালো কাজের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষায় আছি। রাজনৈতিক দলগুলো এগিয়ে এলে আমরা লক্ষ্য অর্জন করতে পারব। মাঝে মাঝে হতাশা আসে, কিন্তু আমাদের লড়াই যেন ম্লান না হয়।”

বর্তমান পরিস্থিতিতে মানুষের বিভ্রান্তি ও নির্বাচনী শঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থায় যাওয়া সম্ভব।”

ফখরুল দাবি করেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন,” বলেন তিনি।

কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় করার চেষ্টা করছে অভিযোগ করে ফখরুল বলেন, “বিএনপিকে কেউ খারাপ বলুক—এ সুযোগ কাউকে দেওয়া হবে না।”

সবশেষে তিনি বলেন, “মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ। বিএনপিকে সেই পরিবর্তন এনে দিতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়