শিরোনাম
◈ বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা: শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা ◈ জুলাই শহিদ পরিবারের করা পদত্যাগ দাবি নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বড় সাইবার হামলার শঙ্কা নির্বাচনের আগে! ◈ মাইলস্টোনের ৩ শিক্ষক মানবতা ও সাহসিকতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা ◈ পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না: দেশে ফিরে মির্জা ফখরুল ◈ ৩ কার্গো এলএনজি আসবে যুক্তরাজ্য থেকে, ব্যয় কত? ◈ ফরিদপুরে আড়িয়াল খাঁ ও পদ্মায় পানি বৃদ্ধি, বন্যা-নদী ভাঙন আতঙ্কে মানুষ ◈ ছাত্রলীগের হামলায় মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান ◈ এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাইলো দুদক ◈ ‘গণঅভ্যুত্থানের পর অর্থনৈতিক পুনরুদ্ধারে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ’

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না: দেশে ফিরে মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত না, এটা গ্রহণযোগ্যও না— তাই বিএনপি পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

চিকিৎসা শেষে দেশে ফিরে মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে গত ১৩ আগস্ট চোখের অপারেশন পরবর্তী ফলোআপের জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন এই দম্পতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা পরিষ্কার করেই বলেছি— পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না। কারণ পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত না; তারা বুঝেও না, ঠিকমতো জানেও না।

তিনি বলেন, কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে আমরা অভ্যস্ত না কোনোদিন। এটা প্রশ্নই উঠতে পারে না।

বিএনপি মহাসচিব বলেন, আমার সরাসরি যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার তো বুঝে নিতে হয়। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটার পুরোপুরি প্রয়োগ হবে না। সে জানেও না, ‍বুঝবেও কাকে ভোট দিচ্ছে। সুতরাং এটা গ্রহণযোগ্য না। 

সংস্কার নিয়ে তিনি বলেন, সেগুলো তাদের ব্যাপার। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে, সেখান থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এবং সেটা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একটা সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন সবার কাম্য। তবে এটা ছাত্রদের ব্যাপার, তারাই ভালো বুঝবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়