শিরোনাম
◈ মুখ খুলে ঘুমানো: সাধারণ অভ্যাস নাকি গুরুতর রোগের লক্ষণ? ◈ জাতীয় পার্টির জিএম কাদের ও মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার ◈ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত যতীন সরকারের মৃত্যু ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রির অর্থ ফেরত চেয়ে যুক্তরাজ্যে চিঠি ◈ টিউলিপ কাগজে-কলমে এখনো বাংলাদেশি : ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ স্লুইসগেট ◈ অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী (ভিডিও) ◈ প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ ◈ বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন, যে সুবিধা পাবেন

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ার হোসেন মঞ্জুকে বিমানবন্দর থেকে ফেরত

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে উঠতে দেননি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৭ ফ্লাইটে সাবেক এই মন্ত্রীর সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।

রাত ৯টায় তিনি চেক-ইন করার পর ইমিগ্রেশনে আনোয়ার হোসেন মঞ্জুকে থামিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা বিভিন্ন থানায় তদন্তাধীন আছে বলে বিমানবন্দর কর্মকর্তারা তাকে অবহিত করেন। তাকে কিছুক্ষণ আটকে রেখে ইমিগ্রেশন ক্লিয়ার না করায় ফিরিয়ে দেয়া হয়। কিছুক্ষণ অপেক্ষা করে তিনি বাসায় চলে যান। বিমানবন্দর গোয়েন্দা কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুর ঘনিষ্ঠ সূত্র বলেছে, চিকিৎসার জন্য তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। গত বছর ২ সেপ্টেম্বর আনোয়ার হোসেন মঞ্জুকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ। সেই দিন বিকালে তাঁকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছিল।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে তাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। তিনি একসময় দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরে জাতীয় পার্টি (জেপি) গঠন করে এর চেয়ারম্যান হন। সূত্র: বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়