শিরোনাম
◈ এই ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আমরা হতাশ: ডা. তাহের (ভিডিও) ◈ জুলাই ঘোষণাপত্রে কী আছে, পড়ুন বিস্তারিত ◈ জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা (ভিডিও) ◈ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন দিল্লিতে ঠিক কী চলছিল? ◈ নতুন স্বাধীনতার স্বপ্ন: খুলনায় চোখ হারানো ‘জুলাইযোদ্ধা’ শাফিলের কণ্ঠে জাতির জাগরণ ◈ নির্বাচন নিয়ে টালবাহান করবেন না, দ্রুত তারিখ ঘোষণা করুন : ফারুক ◈ ছেলের কথা মনে পড়লেই কবরের পাশে গিয়ে চোখের জল ফেলেন মিরাজের মা ◈ হোমনা-মুরাদনগর সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ, ভোগান্তিতে লাখো মানুষ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক: এক বছরে ৫ ইস্যুতে টানাপোড়েন ◈ আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের জন‌্য শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার টিম ডে‌ভিড

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটোয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’

হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও পিটার হাস |

কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ ও নাসিরউদ্দীন পাটোয়ারী। তারা হোটেল সি পার্লে অবস্থান করছেন। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন এই তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন এবং ১২টা ৪০ মিনিটের দিকে হোটেল সি পার্লে ওঠেন বলে পুলিশ জানিয়েছে।

উক্ত হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন শোনা যায়। তবে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

বৈঠকের বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।’

উল্লেখ্য, আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।

বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই হয়েছিল সেই গণঅভ্যুত্থান। সেই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়