শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেবে না জাতি: গোলাম পরওয়ার

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই গ্রামে গ্রামে ঐক্য তৈরি হয়েছে।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের’ দাবিতে অনুষ্ঠিত মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘দৃশ্যমান সংস্কার সম্পন্ন করতেই হবে। কেউ কেউ বলেন, ক্ষমতায় গেলে সংস্কার করবেন, তারা কীভাবে জানলেন তারা ক্ষমতায় যাবেন?’

বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু আচরণ জনগণের মধ্যে সন্দেহ তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

সমাবেশে ইসলামী রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্যের ইঙ্গিত দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘ভিন্নমত থাকা সত্ত্বেও আজ আমরা একত্রিত হয়েছি। এর মাধ্যমে ইসলামের ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। পীর চরমোনাইয়ের এ উদ্যোগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া হবে না। খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের অধিকার আদায় করতে হবে। জুলাই ঘোষণার বাস্তবায়ন অবিলম্বে শুরু করতে হবে। সরকারের ভেতরে কোনও ফ্যাসিবাদী শক্তিকে থাকতে দেওয়া হবে না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়