শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফ্যাসিস্টবিরোধী আন্দোলন নিয়ে জাসাসের ডকুমেন্টারি ও প্রকাশনা উপকমিটির সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম: ফ্যাসিস্টবিরোধী আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে তথ্যচিত্র ও প্রকাশনা প্রণয়নের লক্ষ্যে উপকমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যা ৬:৩০টায় জাসাস কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক এবং ডকুমেন্টারি প্রস্তুতি উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।

সভায় উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন আনু, মো. মিজানুর রহমান, আব্দুল্লাহ আল কাদির (টাইগার সোহেল), শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন, মিজানুর রহমান সরদার মিলন, শরীফুল ইসলাম স্বপন, এস.এম. মনিরুল ইসলাম, বাবুল তালুকদার ও এবিএম সোহেল রশিদ।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

১. ২৪ জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ফ্যাসিস্টবিরোধী দীর্ঘদিনের আন্দোলনে জাসাসের সর্বস্তরের অংশগ্রহণের ভিত্তিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি ডকুমেন্টারি ও বই প্রকাশ করা হবে।

২. বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি, চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ শীর্ষ নেতৃবৃন্দের ত্যাগ, জেল-জুলুম ও দমন-পীড়নের গুরুত্বপূর্ণ ঘটনাবলী এতে অন্তর্ভুক্ত থাকবে।

৩. জাসাস কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করবে এবং তা মনিটরিংয়ের জন্য ১০টি বিভাগে ১০ জনকে দায়িত্ব প্রদান করবে। উপকমিটি প্রয়োজনীয় সমন্বয় করবে।

৪. পরবর্তী সভায় ডকুমেন্টারি ও প্রকাশনার কাঠামো ও ধরণ চূড়ান্ত করা হবে।

৫. আন্দোলনে শহীদ, আহত, গ্রেপ্তার, মিথ্যা মামলায় অভিযুক্ত এবং নির্যাতনের শিকার বিভিন্ন স্তরের জাসাস নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করা হবে।

সভা শেষে জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়