শিরোনাম
◈ ‘অপারেশন সিন্দুর’ ভারতের আধিপত্যকে ক্ষুণ্ন করেছে ◈ আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী: ডোনাল্ড ট্রাম্প ◈ সন্তান লাভের আশায় প্রতারককে দিলেন ২৫ ভরি স্বর্ণ! (ভিডিও) ◈ ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া দেওয়ায় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে নোটিশ ◈ নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে, এটা হবে দুর্ভাগ্যজনক: সালাহউদ্দিন আহমদ  ◈ গাইবান্ধায় দুই হ্যাকারের বাড়িতে অভিযানে যা পেলো আইনশৃঙ্খলা বাহিনী (ভিডিও) ◈ সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে: তারেক রহমান ◈ রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ বাজারভিত্তিক হার চালুর ৩ দিনের মাথায় ডলারের দাম বাড়ল ◈ ঢাকাসহ ১১ জেলায় রাত ২টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ১৮ মে, ২০২৫, ০৩:২৫ রাত

প্রতিবেদক : মহসিন কবির

আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা বিএনপি ও এনসিপি!

মহসিন কবির: আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা হয়েছে পুরানো রাজনৈতিক দল বিএনপি ও নুতন রাজনৈতিক দল এনসিপি। নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন বিএনপির ও এনসিপিতে যোগ দিচ্ছেন। ইতোমধ্যে বিএনপির দুই নেতা বলেছেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেননি এমন ব্যক্তি বিএনপিতে যোগ দিতে পারবেন। এদিকে এনসিপিতে আওয়াামী লীগের নেতারা যোগ দিচ্ছেন। 

এনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেননি এমন ব্যক্তি বিএনপিতে যোগ দিতে পারবেন। তিনি বলেন, সামাজিকভাবে যারা গ্রহণযোগ্য তারাও বিএনপিতে যোগ দিতে পরেবেন। শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় উদ্যোগে ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, ‘সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না। যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছে, তাদের দলে নিতে কোনো সমস্যা নেই। তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৮ মে বলেছেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো এক সময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার- এটাকে পছন্দ করে না। যারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা বিএনপির সদস্য হতে এবং যোগ দিতে পারবেন।

রিজভী বলেন, আমরা সমাজের ফ্রেশ মানুষ চাচ্ছি। এরমধ্যে কেউ শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, কৃষক ও শ্রমিকও হতে পারেন। এ ক্ষেত্রে দেখতে হবে তিনি আমাদের আদর্শ বিশ্বাস করেন কি না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আগামী এক মাস (১৫ মে থেকে ১৫ জুলাই) পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি, ১ কোটির অধিক প্রাথমিক সংগ্রহ করবো, ইনশাআল্লাহ।

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা ও সাবেক এক কাউন্সিলরসহ মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্য আনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। শনিবার (১৭ মে) দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় রাজৈর উপজেলা এনসিপি নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন- খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা বলছেন, সারা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যেই কাজ করছে এনসিপি। চলতি মাসেই জেলা কমিটি গঠনের কাজ শুরু এবং আগামী দুই মাসের মধ্যে জেলা-উপজেলায় কমিটিসহ নিবন্ধন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

গত ২৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো জেলা-উপজেলায় কমিটি গঠন করতে পারেনি তারা। ঢাকার বাইরে হয়নি বড় কোনো কর্মসূচি। এমনকি দলের গঠনতন্ত্রও প্রস্তুত হয়নি। যার ফলে কিছুটা মন্থর গতিতেই এগোনো দলটি রসদ পায় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে। দলটির নেতাকর্মীরা বলছেন, এবার দলের মূল লক্ষ্যই হচ্ছে সংগঠনের বিস্তৃতি এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা। আপাতত বড় কোনো আন্দোলনে যাওয়ার পরিকল্পনা নেই তাদের।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেছেন, আমরা আপাতত সংগঠনের বিস্তৃতি এবং নিবন্ধন নিয়ে কাজ করছি। জেলা, উপজেলায় কমিটি গঠন আমাদের এখন প্রথম কাজ। একই সঙ্গে মৌলিক সংস্কার নিয়ে আমাদের কর্মসূচি ও আন্দোলন চলবে। সব দলের সঙ্গে ঐক্যের ভিত্তিতে আমরা মৌলিক সংস্কারগুলো করার জন্য কাজ করব। এ ছাড়া নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিতে আমরা মাঠে থাকব।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ আমাদের অন্যতম এজেন্ডা ছিল। এক্ষেত্রে একটা আন্দোলনে আমরা মোটামুটি সফল। এই চাঙ্গা ভাব নিয়েই আমরা সংগঠনটাকে মানুষের ঘরে ঘরে পোঁছাতে কাজ শুরু করেছি। সংগঠনের বিস্তৃতিই এখন অন্যতম লক্ষ্য।

চলতি মাসেই জেলা কমিটি: সাংগঠনিক গতিশীলতার স্বার্থে ৬৪ জেলাকে ১৯টি ভাগে ভাগ করেছে এনসিপি। জেলাগুলোর কমিটি গঠন করতে সাংগঠনিক টিম গঠন করেছে তারা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের তত্ত্বাবধানে হয়েছে এসব টিম। জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাবনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো নির্দিষ্ট সাংগঠনিক ইউনিটে দায়িত্বে না থাকলেও কেন্দ্রীয় কমিটির যে কেউ দলের স্বার্থে ওই ইউনিটে তার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারবেন বলেও নির্দেশনা দেওয়া হয়।

কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটির সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্যে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা কমিটির সর্বনিম্ন ২১ সদস্য থেকে বাড়িয়ে ৪১ করা হবে। এ ছাড়া জেলা এবং উপজেলা কমিটির আহ্বায়ক নির্ধারণেও বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে বলে এনসিপির সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই জেলা কমিটি শুরু এবং আগামী দুই মাসের মধ্যে জেলা-উপজেলায় কমিটি গঠনের কাজ শেষ করার পরিকল্পনা এনসিপির। এরই মধ্যে কিছু জেলার কমিটির খসড়াও প্রস্তুত হয়েছে বলে জানা যায়।

দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম গণমাধ্যমকে বলেছেন, আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলছে। আশা করি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় সাংগঠনিক কমিটি বিস্তার করতে পারব। এরপর ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলো হবে। এনসিপি চলতি মাস থেকে মূলত সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। একটা রাজনৈতিক দল জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড অতিক্রম করে ঘরে ঘরে পোঁছাতে সময় প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী যদি কাজ করতে পারি, দ্রুতই মানুষের দোড়গড়ায় এনসিপি পৌঁছে যাবে।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি ছাত্র সংগঠন করবে কি না এমন প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের যুব, শ্রমিক ও নারী উইং রয়েছে। তারা সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। আর ছাত্ররা স্বাধীন সংগঠন হিসেবে কাজ করবে। কোনো লেজুড়বৃত্তি থাকবে না। অবশ্য কেউ আমাদের আদর্শের সঙ্গে মিল রেখে কাজ করতে চাইলে আমরা তাদের স্বাগত জানাব।

নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের প্রস্তুতি: নির্বাচন কমিশনের (ইসি) গণবিজ্ঞপ্তি গত ২০ এপ্রিল নতুন দলের নিবন্ধনের আবেদনের সময়সীমা শেষ হওয়ার তারিখ ছিল। তবে এনসিপিসহ কয়েকটি দল নিবন্ধন আবেদনের সময় বাড়াতে অনুরোধ জানিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এই সময় বাড়িয়ে আগামী ২২ জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। এনসিপি নির্দিষ্ট সময়ের মধ্যেই নিবন্ধনের আবেদন করতে চায়। এ লক্ষ্যে কাজ করছে দলটির একটি টিম। এ সময়ের মধ্যে শর্ত পূরণের চেষ্টা আছে তাদের। ইসিতে নিবন্ধিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক দলীয় কার্যালয় স্থাপনসহ আনুষঙ্গিক কাজের প্রস্তুতি চলছে বলে জানান তারা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন গণমাধ্যমকে বলেছেন, আমরা নিবন্ধনের আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছি। গঠনতন্ত্র, লোগো, প্রতীক এসব নিয়ে কাজ চলছে। প্রতীকের বিষয়ে একটা শর্টলিস্ট হয়েছে। আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। এর মধ্যে কমিটি গঠন এবং কার্যালয় স্থাপনের কাজও হচ্ছে। আমরা আশা করি এই মাসের মধ্যে একটা ভালো ফল পাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়