শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:১২ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নরসিংদী জেলা বিএনপি: খায়রুল কবির খোকন সভাপতি এবং মঞ্জুর এলাহী সাধারণ সম্পাদক নির্বাচিত

মনিরুল ইসলাম: নরসিংদী জেলা বিএনপির কাউন্সিলে  সাবেক ডাকসু জিএস খায়রুল কবির খোকন  সভাপতি এবং মঞ্জুর এলাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে তাঁরা নির্বাচিত হন। এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ২৬ এপ্রিল বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নরসিংদী বিএনপির সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কাউন্সিল করে তাঁদের গোপন মতামতের ভিত্তিতে খায়রুল কবিরকে সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম (বাবুল)।

 জানা যায়, সভাপতি পদে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মঞ্জুর এলাহী ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়