শিরোনাম
◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে ◈ উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ২৫ কোটি টাকার ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার ◈ বিএনপির বিশেষ নির্দেশনা তারেক রহমানের জন্মদিন নিয়ে ◈ প্রবাসীদের পোস্টাল ভোট: ৫ দিনে নিবন্ধন বাধ্যতামূলক, অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা ইসির ◈ সোনার নতুন দাম, কত কমলো? ◈ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারাল বাংলাদেশ ◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:১২ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নরসিংদী জেলা বিএনপি: খায়রুল কবির খোকন সভাপতি এবং মঞ্জুর এলাহী সাধারণ সম্পাদক নির্বাচিত

মনিরুল ইসলাম: নরসিংদী জেলা বিএনপির কাউন্সিলে  সাবেক ডাকসু জিএস খায়রুল কবির খোকন  সভাপতি এবং মঞ্জুর এলাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে তাঁরা নির্বাচিত হন। এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ২৬ এপ্রিল বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নরসিংদী বিএনপির সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কাউন্সিল করে তাঁদের গোপন মতামতের ভিত্তিতে খায়রুল কবিরকে সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম (বাবুল)।

 জানা যায়, সভাপতি পদে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মঞ্জুর এলাহী ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়