শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ১১:৫১ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভুল ত্রুটি কাটিয়ে ১২ দলীয় জোটকে আরও শক্তিশালী করার প্রত্যয় 

মনিরুল ইসলাম  : গণতন্ত্র পুনরুদ্ধারে, দেশ ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ১২ দলীয় জোটের সকল দল একমত হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ। 

জোট নেতারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে, দেশ এবং দেশের বাইরে থেকে যেকোন ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জোটের দলগুলো রাজপথে একত্রিতভাবে মোকাবেলা করবে।

সোমবার বিকালে খিলগাঁওস্থ জাপার কার্যালয়ে ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের আমন্ত্রণে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় পার্টি (জাফর) কার্যালয়ে ইফতার পূর্ববর্তী এক সভায় নেতারা এসব কথা বলেন।  

সভায় নিজেদের মধ্যে অতীত ভুল ত্রুটি কাটিয়ে ১২ দলীয় জোটকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

১২ দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টি সভাপতি মাস্টার এম এ মান্নান, জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশের সাংঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ এলডিপি মহাসচিব তমিজউদ্দিন টিটু, লেবার পার্টির মহাসচিব মো: আমিনুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়