শিরোনাম
◈ ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে থাকবেন যারা ◈ ৫ ভারতীয় পাইলটকে বন্দির দাবি পাকিস্তানের! ◈ শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করা গ্রুপের অ্যাডমিন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির! ◈ আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল, ভারতের বিরুদ্ধে আরও সন্ত্রাসী হামলার প্রস্তুতি চলছে: ভারতের পররাষ্ট্রসচিব ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬, এ পর্যন্ত যা যা ঘটল ◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল ◈ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ যে ক্ষতির মুখে ভারত ◈ এবার ভারতের দাবি, পাকিস্তানে হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত ◈ পাকিস্তানের অভ্যন্তরে যে ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত ◈ সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের পরামর্শ হয়তো আর দরকার নেই, এজন্য ডাকেনি : মুজিবুল হক চুন্নু

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাতটি দল ও জোটের সঙ্গে সংলাপ চলবে।

চতুর্থ দফার সংলাপেও ডাক পায়নি দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। আজকের সংলাপে ডাক পাওয়া সাতটি দল ও জোট হলো লিবারেল ডেমেক্রাটিক পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, এনডিএম, লেবার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য, সমাজতান্ত্রিক দল (আ-প্র), জাতীয় পার্টি (আন্দালিব)।

সংলাপে ডাক না পাওয়ার বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দফার সংলাপে আমাদের আমন্ত্রণ জানানো হলেও পরের সংলাপগুলোতে আর আমন্ত্রণ জানানো হয়নি। সংলাপে আমরা অনেক পরামর্শ দিয়েছি। সেখানে নির্বাচন কমিশন সংস্কার, গণতন্ত্র ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল। এরপর আমাদের আর ডাকা হয়নি।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদ মনে করেছেন, আমাদের পরামর্শ হয়তো আর দরকার নেই, এজন্য ডাকেনি। তবে এটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।’

এর আগে গত ৫ অক্টোবর বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আজ আরও সাতটি দলের সঙ্গে সংলাপ করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়