শিরোনাম
◈ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ◈ মালয়েশিয়ার কথা বলে দালালরা ইনানী সৈকতে ফেলে গেল ! ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শেষ বয়সে বান্ধবীর সঙ্গে বিয়ে দেন কিবরিয়া ! ◈ ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন ◈ শহীদ আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ◈ পাকিস্তানিদের কাছে যে বক্তব্য দিয়ে ক্ষমা চাইলেন জাকির নায়েক ◈ খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত ◈ ঢাকা ও চট্টগ্রামে ডিমের আড়ত বন্ধ, আরও দাম বাড়ার শঙ্কা ◈ হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে তৃতীয় কোনও দেশে পুনর্বাসন ত্বরান্বিত করতে বিশেষ র‌্যাপোর্টিয়ারের সহায়তাও কামনা : প্রধান উপদেষ্টা  ◈ বিপিএল প্লেয়ার্স ড্রাফট: দেশি বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে খেলবেন

প্রকাশিত : ১৯ মে, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ১৯ মে, ২০২৪, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ১২ দলীয় জোটের

রিয়াদ হাসান: [২] বাংলাদেশের চলমান সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা করণীয় নির্ধারণে রোববার (১৯ মে) বিকালে ১২ দলীয় জোটের এক সভায় জোট নেতারা এ আহ্বান জানান।

[৩] আগামীতে বিএনপির সঙ্গে যে কোন কর্মসূচিতে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে পালন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

[৪] পাশাপাশি সভায় আগামীতে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন আন্দোলনকে ত্বরান্বিত করার জন্যও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

[৫] সভায় নেতারা বলেন, দেশে একটি কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশের আর্থিক খাতে তাণ্ডব চালাচ্ছে। আজকে বাংলাদেশের রিজার্ভ শূন্যের কোঠায় নেমে গেছে।

[৬] বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিশ্চুপ ভূমিকা দেশের জনগণের কাছে রহস্যজনক। 

[৭] একসাথে বাংলাদেশ ব্যাংকের ৫৬ জন অফিসারের পদত্যাগ ও সংবাদ কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা।

[৮] তারা আরও বলেন, অনির্বাচিত ও তাবেদার সরকার দেশকে লুটতরাজ্যের আখড়া বানিয়েছে। ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে।

[৯] ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ নেতৃবৃন্দ। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়