শিরোনাম
◈ সার্ভিস ফি-কমিশন বন্ধ, পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘বিদেশি নাগরিকত্ব’ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন খলিলুর রহমান ◈ ৪৫ হাজার টাকার জন্য ভ্যানচালককে মে-রে ড্রিল মেশিন দিয়ে তার চোখ খোলা হয়! ◈ ইডেন গা‌র্ডেনে আই‌পিএ‌লের ফাইনাল ফেরানো নি‌য়ে সৌরভ গাঙ্গু‌লির দৌঁড়ঝাপ ◈ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 'সিদ্ধান্তের সীমা' নিয়ে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে বিতর্ক ◈ সেন্টমার্টিন নিয়ে কী করছে সরকার? যা বললেন শফিকুল আলম, পাল্টা যুক্তি উপস্থাপকের (ভিডিও) ◈ আজ শেষ হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, হামলার শঙ্কায় জম্মু কাশ্মির সীমান্তে বাঙ্কার বানানোর হিড়িক ◈ সীমান্তে বেড়েছে পুশ-ইনের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা! ◈ মামলায় জামিন না দেওয়ায় বিচারককে শাসালেন বিএনপিপন্থী আইনজীবীরা, ভিডিও ভাইরাল ◈ মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা! (ভিডিও)

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৪, ০৩:০০ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের ব্যাপারে পবিত্র কোরআনে কোনো আয়াত কি?

মোজাফ্ফর হোসেন

মোজাফ্ফর হোসেন: তৃতীয় লিঙ্গ/হিজড়াদের ব্যাপারে পবিত্র কোরআনে কোনো আয়াত থাকলে সেটি কী কেউ জানাতে পারেন। ট্রান্সজেন্ডার নিয়ে কী আছে সেটাও জানতে চাই। জানতে চাই, মৃত্যুর পর তার যখন পুনরুত্থান ঘটবে, তখনও কি সে তৃতীয় লিঙ্গ থাকবে নাকি রূপান্তর ঘটবে নারী কিংবা পুরুষে? তৃতীয় লিঙ্গের কয়েক ধরনের প্রবণতা আছে। কারো ভেতর নারী-স্বভাব বেশি, কারো পুরুষ-স্বভাব, আবার কারো দুটোই সমান। এটা নির্ধারণ করা প্রসঙ্গে হাদিসে উল্লেখ আছে, হজরত আলী (রা.) হজরত রাসূলুল্লাহ (সা.)-এর কাছে প্রসূত বাচ্চা পুরুষ-নারী নির্ধারণ করতে না পারলে তার বিধান কীÑ জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ (সা.) জবাব দিলেন, সে মিরাস পাবে যেভাবে প্রস্রাব করে। [সুনানে বায়হাকি কুবরা, হাদিস: ১২৯৪, কানজুল উম্মাল, হাদিস: ৩০৪০৩, মুসান্নাফ আবদুর রাজ্জাক, হাদিস: ১৯২০৪] অর্থাৎ দেখতে হবে হিজড়ার প্রস্রাব করার অঙ্গটি কেমন। গোপনাঙ্গ যদি পুরুষালী হয়, তাহলে পুরুষ। আর যদি নারীর মতো হয়, তাহলে সে নারী। আর যদি কোনোটিই বুঝা না যায়, তাহলে তাকে নারী হিসেবে গণ্য করা হবে। তার মানে কি ইসলামে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র স্বীকৃতি নেই? যদি তাই হয়, মৃত্যুর পরে তার জন্য কেমন বিধান হবে?

হিজড়াদের অধিকার প্রদানের বিষয়ে নাকি বলা হয়েছে, তার অন্য সন্তানের মতোই সে সম্পত্তিতে প্রাপ্য অধিকার পাবে। জানাজা এবং দাফন হবে। নামাজ, রোজা ও পর্দা করবে লিঙ্গ অনুযায়ী। লিঙ্গ মানে যৌনাঙ্গ অনুযায়ী। এখন ধরুন যার ব্রেস্ট আছে নারীর মতো, কিন্তু যৌনাঙ্গ পুরুষের মতো, সে কি মসজিদে যেতে পারবে? কিংবা সে কি পুরুষের মতো পোশাক পরতে পারবে? আবার যার যৌনাঙ্গ নারীর মতো কিন্তু প্রবণতা বা শারীরিক গঠন পুরুষের মতো, সে কি নারীবেশে নারীদের সঙ্গে অবাধ মেলামেশা করতে পারবে? কিংবা তাকে কি পর্দা করতে হবে? সম্পত্তির বণ্টনই বা হবে কোন ভিত্তিতে? দয়া করে হাদিসের রেফারেন্স না, কোরআনের কোনো আয়াত থাকলে শেয়ার করেন, না জানা থাকলে আসেন জানার চেষ্টা করি। লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়