শওগাত আলী সাগর, ফেসবুক: প্রেসিডেন্ট জো বাইডেন সরকারকে কয়েক ডজন মার্কিন সেনা কর্মকর্তা উৎখাত করতে চান বলে পেন্টাগনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। খবরটি ইন্টারেস্টিং। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে অবৈধপন্থায় সরকার হটানোয় জড়িত থাকে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। একই দিন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু’র নির্দেশ মেনেই পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সব কিছু করেছেন। এখন দেখছি মার্কিনী সেনা সদস্যরাও নিজ দেশের সরকার হটাতে চাচ্ছে।