শিরোনাম
◈ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত ◈ বৃহস্পতিবার থেকে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত ◈ মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮ ◈ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন ড. ইউনূস ◈ আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে: রিজভী ◈ দ্বিতীয় দফায় ২৯টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি   ◈ আওয়ামী লীগের সঙ্গে জোট হবে না, জানালেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু ◈ টাইপিংয়ে ভুলের কারণে সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী ◈ ঢাকার রিকশা ও রিকশাচিত্র পেল ইউনেস্কোর স্বীকৃতি ◈ সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা কমিয়েছে বাজুস

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৪৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে বাদ রেখেই নির্বাচন, সর্বোচ্চ একশ আসন ছাড়বে আওয়ামী লীগ

জিল্লুর রহমান: বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেয়া হচ্ছে সংলাপে বসার জন্যে, এমন একটি সংবাদ শুনা যাচ্ছিলো। জামিন না হওয়ায় সংলাপের সম্ভাবনা এবং নির্বাচন পেছানোর আর কোন সম্ভাবনা নেই বলেই মত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই প্রেক্ষাপটে কি হতে যাচ্ছে নির্বাচনী জোটের সমীকরণ, বিশেষ করে জাতীয় পার্টি আওয়ামী লীগের সিট ভাগাভাগির বিষয়টি। বিশস্ত সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির রওশন এরশাদ এবং জিএম কাদেরের মধ্যে সমঝোতা হয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়েই নির্বাচনে যাচ্ছে।

অন্যদিকে, আলোচিত তৃণমূল বিএনপি এবং বিএনএম-এর সাথে নির্বাচনী আসন বন্টন নিয়ে আওয়ামী লীগের দরকষাকষি চলছে। বিএনএম এর সূত্র জানিয়েছে, বিএনপি নেতা  মেজর (অব:) হাফিজ পর্দার আড়াল থেকে সামনে আসছেন শীঘ্রই।

এই দুটি দলের মধ্যে তৃণমূল বিএনপি আসন ভাগাভাগিতে এগিয়ে থাকবে বলে রাজনীতি বিশ্লেষকরা অভিমত দিয়েছেন। পাশাপাশি অঘোষিতভাবে জামায়াতের বেশ কয়েকজন স্বতন্ত্র  হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে।

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে জানা যায়। তারা কেন্দ্রে ভোটার উপস্থিতিকে একটি বড় চ্যালেঞ্জ মনে করছেন, সেই জন্যে অধিক সংখ্যক শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে বিভিন্নভাবে উৎসাহিত করছেন। নির্বাচন সুষ্ঠু হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে কৌশলে স্বতন্ত্র নির্বাচন করতে পারেন, এমন প্রার্থীদের কৌশলে বার্তা পৌঁছে দিচ্ছেন।

শেষ মুহূর্তে ইসলামী দলগুলোর বড় একটি অংশও নির্বাচনে অংশ নিতে পারে, ইসলামী ফ্রন্ট ইতোমধ্যে তিনশ আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছে। তবে নিবন্ধিত দলগুলোর মধ্যে ঠিক কতটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশ নেবে, সেটি এখনো পরিষ্কার নয়, তবে আওয়ামী লীগ চেষ্টা করছে যেন সর্বোচ্চ সংখ্যক দল নির্বাচনে অংশ নেয়।

জিল্লুর রহমান: এডভাইজর, বিজনেস এন্ড নিউজ, দৈনিক স্বদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়