শিরোনাম
◈ শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে: বিটিএমএ সভাপতি ◈ ‘২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার চামড়া রপ্তানি সম্ভব’ ◈ ২০২৬ সা‌লের ৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন  না অধ্যাপক ইউনূস ◈ জুলাই অভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান; কারণ হিসাবে যা জানালো সহযোদ্ধারা ◈ বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় বড় সংশোধন আসছে ◈ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ গার্মেন্টস মালিকদের দুর্দশা দেখার কেউ নেই: অনন্ত জলিল (ভিডিও) ◈ নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে! ◈ বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চেয়েও স্পর্শকাতর— আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত হুঁশিয়ারি ◈ জাতীয় স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: মামুনুল হকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৪ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি আতাউল গণি ওসমানীর জন্মদিন

আশিক নূরী : [১] মুহাম্মদ আতাউল গণি ওসমানী (জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। [২] আতাউল গণি ওসমানীর জন্মদিন আজ। তিনি ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর আজকের এই দিনে সুনামগঞ্জে জন্মগ্রহন করেন। তাঁর পৈত্রিক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানায়। তাঁর পিতা খান বাহাদুর মফিজুর রহমান ও মাতা জোবেদা খাতুন। [৩] আতাউল গণি ওসমানী ১৯৩৪ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন অসাধারণ কৃতিত্বের সঙ্গে। সমগ্র ব্রিটিশ ভারতে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন। 

এই অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার এম. এ. জি. ওসমানীকে প্রাইওটোরিয়া পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করে। পরবর্তী সময়ে তিনি ১৯৩৮ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। [৪] ওসমানী ১৯৩৯ সালে রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ-ভারতীয় মিলিটারি একাডেমীতে প্রশিক্ষণ শেষে তিনি ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশনড অফিসার হিসেবে এবং ১৯৫১ সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ১ম ব্যাটেলিয়নের অধিনায়ক নিযুক্ত হন। ওসমানী ১৯৬৭ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। 

[৫] মুহাম্মদ আতাউল গণি ওসমানীর স্মরণে ঢাকায় ‘ওসমানী উদ্যান’ গড়ে উঠেছে ও বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে ‘ওসমানী মেমোরিয়াল হল’ স্থাপিত হয়েছে। এছাড়া তাঁর সিলেটস্থ বাসভবনকে জাদুঘরে পরিণত করা হয়েছে। সরকারি উদ্যোগে সিলেট শহরে তার নামে একটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি ক্যান্সারে আক্রান্ত ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়