শিরোনাম
◈ তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কায় আতঙ্কে তীরবর্তী মানুষ ◈ নারী এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার জন‌্য বাংলা‌দেশসহ ১২ দল চূড়ান্ত  ◈ পা‌কিস্তা‌নের খে‌লোয়াড়রা মানিয়ে নিতে পারেনি,  মাইক হেসনের সমালোচনার জবাবে পার‌ভেজ ইমন ◈ কতটুকু সংস্কার ও স্বাধীন হলো বাংলাদেশের বিচারালয়? ◈ জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, বন্যার শঙ্কা – ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে ◈ ভোটাভুটি নয়, সর্বসম্মতিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনের পক্ষে জামায়াত ◈ মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে চুক্তি ও সমঝোতার প্রস্তুতি, বাড়বে বাণিজ্যিক সম্ভাবনা ◈ পাকিস্তানকে ৭ উই‌কে‌টে হা‌রি‌য়ে সিরিজ শুরু বাংলাদেশের

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৩, ০২:৫৪ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২৩, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরি ধানের উদ্ভাবক হরিপদ কাপালীর প্রয়াণ দিবস 

পাপ্পী আয়ান : [১] হরিপদ কাপালী বাংলাদেশের একজন কৃষক, যিনি হরি ধানের উদ্ভাবক। ১৯৯৬ সালে ধানের নতুন যে জাত তিনি উদ্ভাবন করেন, সেটিই পরে তাঁর নামে হরি ধান পরিচিতি পায়। [

২] হরিপদ কাপালী ১৯২২ সালের ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহের সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম কুঞ্জু লাল কাপালী এবং মায়ের নাম সরোধনী।

[৩] হরিপদ কাপালী নিজের ইরি ধান ক্ষেতে একটি ব্যতিক্রমধর্মী ধান গাছ দেখে সে ধানটিকে আলাদা করে রাখেন। এরপর বীজ সংগ্রহ করে ১৯৯২ সালে নিজের ক্ষেতে এ ধান আবাদ করেন তিনি। পরে এই ধানের আবাদ সারা দেশেই ছড়িয়ে পড়ে। ১৯৯৪ সালের দিকে ঝিনাইদহসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে নাম পরিচয় বিহীন এক জাতের ধানের আবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে নিজের উদ্ভাবিত এ ধানের নামকরণও হরিপদ কাপালীর নামে হরি ধান করা হয়। এই ধান উদ্ভাবনের জন্য হরিপদকে বাংলাদেশের বিভিন্ন কৃষি সংগঠন সম্মাননা ও পুরস্কার দেয়।

[৪] হরিপদ স্থানীয় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণস্বাস্থ্যকেন্দ্র, ঢাকা রোটারি ক্লাবসহ বিভিন্ন সংস্থা থেকে প্রায় ১৬টি পদক পেয়েছেন। হরি ধানের এই উদ্ভাবক ২০১৭ সালের ৬ জুলাই ঝিনাইদহের আসাননগর গ্রামে প্রয়াত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়