সাব্বির খান, ফেসবুক থেকে: সাময়িক লোডশেডিংয়ের কারণে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভের মাত্রাই বলে দেয়, গত এক যুগের অধিককাল ধরে বিদ্যুত খাতের উন্নয়নের মাধ্যমে সরকার কিভাবে জনগণের কল্যাণমূলক সেবা করেছেন।
বর্তমানের গরম আগেও ছিল, তবে লোডশেডিং ছিল না বলে আমরা তা অতটা অনুভব করিনি। আমরা কিছুটা অকৃতজ্ঞ বলেই হয়ত 'গতকাল'-কে আজ ভুলে যাই। আলো-আঁধারের পার্থক্যকে অস্বীকার করি। আর এই ভুলে যাওয়াই আমাদের পতন ডেকে আনে, অহেতুক ভোগায়। বাঙালির ভোগার ইতিহাস দীর্ঘ!
সরকারেরও ভুল করার অধিকার রয়েছে। সরকার কোন রোবট নয়। সরকার যন্ত্রটি চালনা করেন আমার-আপনার মতই কিছু মানুষ- যারা ভুলের উর্ধ্বে নন। তবে, সে ভুলকে সততার সাথে দ্রুত সংশোধন করে সঠিক পথে চালনা করাই একটা 'সু-সরকারের' কাজ। এর ব্যত্যয়ে বিপরিত মুখীটাই প্রতিয়মান হয়।
বল এখন সরকারের কোর্টে। দেখি সরকার কিভাবে খেলেন।