শিরোনাম
◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০২:৪৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেট মধ্যবিত্তের উপযোগী নয়, দারিদ্র্যবান্ধবও না

অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন

অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন: তাজউদ্দীন আহমদ বাংলাদেশের তিনটি বাজেট দিয়েছিলেন। এর পর স্বনামখ্যাত ইতিহাসবিদ ড. মল্লিক একটি বাজেট দিয়েছিলেন। এই চারটি বাজেটে উন্নয়ন দর্শন ছিলো, বৈষম্য কমানোর দর্শন ছিলো, দারিদ্র্য কমানোর দর্শন ছিলো। এরপর জিয়াউর রহমান বাজেট দিয়েছিলেন। তিনি ইন্টারমিডিয়েট পাস। আর বাকিটুকু সামরিক বাহিনীতে তার প্রশিক্ষণ। লেখাপড়া জানা মানুষ বলে মনে করি না তাকে। 

আজ পর্যন্ত সব বাজেটই আমলাতান্ত্রিক। এই বাজেট হচ্ছে সরকারি আয়-ব্যয়ের হিসাব মাত্র। সর্বসাম্প্রতিক বাজেটও আমলাতিন্ত্রক। এই বাজে বৈষম্য কমানোর দর্শন নেই। নির্দেশনা নেই। কর্মসংস্থানের কোনো উদ্দেশ্য নেই! এটা অনেকটা শর্তপূরণের বাজেট। আমার কাছে অবাস্তব মনে হচ্ছে বাজেটে যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয়েছে। মধ্যবিত্তের জন্য কিছু নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি এ বাজেটে করা হয়নি। 

বাজেটে কলমের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যদি বিদেশি কলমের দাম বাড়ানো হতো তাহলে আমার আপত্তি ছিলো না। কলমের দাম বৃদ্ধি মানে মধ্যবিত্ত, নিম্নবিত্তের ছেলেমেয়েদের লেখাপড়া শেষ! গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এই সিলিন্ডারের বেশির ভাগ ব্যবহার করে মধ্যবিত্ত-নিম্নবিত্ত শ্রেণির মানুষ। প্রস্তাবিত বাজেটে সিমেন্টের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে। বিদেশি সিমেন্টের দাম বাড়ালে আপত্তি ছিলো না। দেশি সিমেন্টও তো আছে। কিন্তু সব সিমেন্টের দামই বাড়ানো হলো। ফলে আমার কাছে মনে হয়েছে, প্রস্তাবিত বাজেট মধ্যবিত্তের উপযোগী নয়। দারিদ্র্যবান্ধবও নয় বাজেট। সেজন্যই এই বাজেট গতানুগতি বাজেট। বাজেটে মানুষের প্রত্যাশার প্রতিফলন নেই। 

মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের দশজন ব্যবসায়ীর একজন। তিনি শীর্ষ ব্যবসায়ী। ব্যবসায়ীবান্ধব সবসময় দিয়ে আসছেন। এখনো দিলেন তিনি। আজকে বাজারে সব জিনিসের দাম বেশি। বাজেট ঘোষণা পরবর্তী বাজারে পণ্যমূল্য বেড়ে যায়। সরকারের কাছে আমার স্বনির্ভরবন্ধ অনুরোধÑপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করুন। মূল্যস্ফীতি আরও বাড়বে। তা কমানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। মানুষকে টিকে থাকতে সহায়তা করুন। পরিচিতি : ইতিহাসবিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়