জায়েদুল আহসান পিন্টু: প্রথম আলো একটি ভুল করেছে। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু চেষ্টাই করেনি।-আলবার্ট আইনস্টাইন। মধ্যরাতে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা হয়েছে। এটা সরকারের বড় ভুল। ‘তোমার শত্রুকে বাধা দিও না যখন সে একটি ভুল করছে’।-নেপোলিয়ন বোনাপার্ট। ভুল করা সংবাদপত্রের স্বাধীনতার অংশ। লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে