শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১২:০৯ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম শিকদারের স্মৃতি এবং ‘স্বোপার্জিত স্বাধীনতা’

সাইফুদ্দিন আহমেদ নান্নু

সাইফুদ্দিন আহমেদ নান্নু: সদ্যপ্রয়াত ভাস্কর, অধ্যাপক শামীম শিকদারকে টিএসসির সড়কদ্বীপের দক্ষিণপ্রান্তে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চোখের সামনে নির্মাণ করতে দেখেছি। ভাস্কর্যের পেছনে ছিল ডাস। সেকালের দাপুটে ছাত্রনেতা তকদির হোসেন মো. জসিম ছিলেন ডাসের মালিক। টিএসসির সড়কদ্বীপে তখন পোড়ামাটির টাইলস, সিমেন্ট পরেনি। পুরো সড়কদ্বীপটি ছিল সবুজ ঘাসে ছাওয়া। বন্ধু, সহপাঠীরা মিলে সেই সবুজদ্বীপে বসে অসংখ্য দিন, বিকেল, সন্ধ্যায় আড্ডা দিয়েছি, চা-সিংগারা  খেয়ে সময় পার করেছি। 

১৯৮৮ সালে ভাস্কর শামীম শিকদার ডাসের পেছনে উত্তরদিকে মুখ রেখে নির্মাণ শুরু করেন ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটি। প্রখর রোদে, কিংবা বিকেলে বসে বসে তাঁর কাজ দেখতাম। সেই প্রথম তাঁকে সামনে থেকে দেখা। স্বোপার্জিত স্বাধীনতা নির্মাণের সময় শামীম শিকদারের সঙ্গে প্রায় প্রতিদিনই চাঁদের মতো ফুটফুটে ৫/৬ বছরের একটি শিশু আসতো, সড়কদ্বীপে খেলতো। দেখলেই আদর করতে ইচ্ছে হতো। কৌতূহল ছিলো শিশুটি তার কে হয়, সেটা জানার। কিন্তু সাহস পেতাম না। আজও জানি না শিশুটি কার।

শামীম শিকদার ছিলেন গম্ভীর প্রকৃতির নারী। সাহস না পাবার আরও কারণ ছিল। তিনি ছিলেন পূর্ববাংলা সর্বহারা পার্টি নেতা সিরাজ সিকদারের বোন। ৬ ফুটের মতো লম্বা, পেটা শরীরের মানুষ। সে সময়ের জিনসের প্যান্ট-শার্ট পরা, হাতে জ্বলন্ত সিগারেট আর কুংফু, কারাতে জানা নারীর সঙ্গে কথা বলতে যাওয়ার জন্য বাড়তি যে সাহস লাগে, সেটা আমার ছিলো না। এখন কেমন আছে জানি না। ৬/৭ বছর আগে সড়কদ্বীপের ডাসে গিয়েছিলাম। ডাসের সেই স্নিগ্ধ রূপ ছিল না, টিএসসির সড়ক দ্বীপে ঘাস ছিল না, ছিল ভাঙাচোরা টাইলস আর কাদামাটির বিশ্রিরূপ। সড়কদ্বীপের আয়তনও মনে হয় অনেক ছোট হয়ে গেছে। চিরবিদায়ে শ্রদ্ধাঞ্জলি শামীম শিকদারকে। ফেসবুক থেকে 
.

  • সর্বশেষ
  • জনপ্রিয়