শিরোনাম

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:২৯ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুজববাজ, বিএনপি-জামায়াতী উগ্রপন্থী অন্ধ সমর্থকদের অজ্ঞতা ও নির্বুদ্ধিতা

মোহাম্মদ এ আরাফাত

মোহাম্মদ এ আরাফাত: সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজববাজ, বিএনপি-জামায়াতী উগ্রপন্থী এবং অন্ধ সমর্থকদের অজ্ঞতা ও নির্বুদ্ধিতাকে পুঁজি করে বেশ ভালোই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই গুজববাজ গং কিছুদিন পর পরই সরকার ফেলে দেয়। এরা একটির পর একটি মিথ্যা অপপ্রচার করে বিএনপি-জামায়াতী অন্ধ সমর্থকদের কিছু সাময়িক আনন্দ দেয়। বোকাগুলোও সেই নকল আনন্দ উপভোগও করে। 

মজার ব্যাপার হলো, বিএনপি-জামায়াতী অন্ধ সমর্থকরা নিজের টাকা খরচ করে ইন্টারনেট ডাটা কিনে এই গুজববাজদের মিথ্যা অপপ্রচার শুনে, লাইক এবং শেয়ার দেয়। অন্যদিকে গুজববাজ গং সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা কামায়। বিএনপি-জামায়াতী এই নির্বোধ অন্ধ সমর্থকরা নিজের পকেটের টাকা খরচ করে গুজববাজদের টাকা আয়ের ব্যবস্থা করে দেয়। কিন্তু এরা বোঝেও না, গুজববাজদের একটি কথাও এখন পর্যন্ত সঠিক প্রমাণিত হয়নি। লেখক: চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন ও রাজনৈতিক বিশ্লেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়